জয়পুরহাট

একটি ভোটও পাননি এক সদস্য প্রার্থী, জামানত বাজেয়াপ্ত

জয়পুরহাট, ১৮ অক্টোবর – জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড পাঁচবিবিতে একটি ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী মো. ফারুক হোসেন। তার প্রতীক ছিল টিউবওয়েল।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচবিবি উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১২০ জন। এর মধ্যে একজন ভোটার মারা গেছেন।

নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী। নির্ধারিত সময়ে ইভিএমে ১১৯টি ভোট পড়েছে।

সাধারণ সদস্য প্রার্থী আবু সাঈদ আল মাহাবুব চন্দন তালা প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মমতাজুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫১ ও ফারুক হোসেন টিউবওয়েল প্রতীকে শূণ্য ভোট পেয়েছেন।

এদিকে ফারুক হোসেন টিউবওয়েল প্রতীকে শূণ্য ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৮ অক্টোবর ২০২২

Back to top button