জাতীয়

যে কারণে হঠাৎ পুলিশের পেজের নাম বদল

ঢাকা, ১৮ অক্টোবর – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ফেসবুক পেজের নাম হঠাৎ পরিবর্তন হয়ে গেছে। ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে দেখা যায়, ‘DC, Tejgaon- Dhaka Metropolitan Police’ নামে চলা পেজটির নাম পরিবর্তন হয়ে হঠাৎ ‘Ads Manager’ (অ্যাডস ম্যানেজার) হয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক বলেন, আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়নি। এটি নিয়ন্ত্রণেই আছে। তবে ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা দেখাচ্ছে। আমরা এক্সপার্ট দেখিয়েছি কয়েকদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, আমরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছি। আমাদের আগে যা ছিল সেটাই আছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ অক্টোবর ২০২২

Back to top button