দক্ষিণ এশিয়া

‘এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না,’ ভগৎ সিংয়ের আত্মীয়ের ভর্ৎসনার মুখে কেজরীবাল

নয়াদিল্লী, ১৮ অক্টোবর – দিল্লির নয়া আবগারি নীতি দুর্নীতি মামলায় আরও কিছুটা চাপ বেড়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party)। সোমবার এই মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়াকে ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Bureau of Investigation)। দিল্লির সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়ে রবিবারই সিসোদিয়ার কাছে সমন পাঠানো হয়েছিল। সেই সমনের কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন সিসোদিয়া। তারপর কিছুটা সিসোদিয়ার পক্ষ নিয়েই টুইট করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। তিনি তাঁর দুই ‘সহযোদ্ধা’ মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনকে টুইটে ভগৎ সিংয়ের সঙ্গেও তুলনা করেন। এবার বিপ্লবীর সঙ্গে তাঁদের তুলনা টানার জন্য কেজরীবালকে ভর্ৎসনা করলেন ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ আত্মীয় হরভজন সিং ধাথ।

দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশে হরভজন বলেছেন, তিনি যেন সমস্ত বিযয় রাজনৈতিকভাবেই মোকাবিলা করেন। তিনি বিপ্লবীদের সঙ্গে ‘অপরাধীদের’ তুলনা টানা থেকে বিরত থাকার কথাও বলেছেন কেজরীবালকে। এসব না করে পঞ্জাবের ‘করুণ’ দশার দিকে মনোনিবেশ করার পরামর্শও দিয়েছেন তিনি। রবিবার কেজরীবাল টুইটারে লিখেছিলেন,’জেলের গরাদ ও ফাঁসি ভগৎ সিংয়কে তাঁর দৃঢ় সঙ্কল্প থেকে সরাতে পারেনি। এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই। মণীশ ও সত্যেন্দ্র আজকের ভগৎ সিং। ৭৫ বছর পর দেশ একজন শিক্ষামন্ত্রী পেয়েছে যিনি গরিবদের কাছে উন্নতমানের শিক্ষা পৌঁছে দিয়েছে এবং তাঁদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগিয়েছে।’ এই টুইট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

সংবাদ সংস্থা এএনআই-কে ভগৎ সিংয়ের আত্মীয় জানিয়েছেন, ‘এর থেকে তিনি কী রাজনৈতিক সুবিধা পেতে চান?’ তিনি আরও কয়েকেটি প্রশ্ন তোলেন সংবাদ সংস্থার কাছে। তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় ধৃত অপরাধীদের কেন শহিদদের সঙ্গে তুলনা করা হচ্ছে? এর থেকে তিনি কী রাজনৈতিক সুবিধা চেয়েছিলেন? আপনার লড়াই যাই হোক না কেন, রাজনৈতিকভাবে লড়াই করুন। তাঁদের শহিদদের সঙ্গে তুলনা করবেন না। এটা শুধু ভগৎ সিং সম্পর্কে নয়,অন্য কোনও বিপ্লবীদের সঙ্গে তাঁদের তুলনা টানবেন না।’ এদিকে পঞ্জাব বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও বলেছেন, ‘ক্ষমতায় আসা তাঁর (ভগৎ সিং) কোনওদিনই উদ্দেশ্য ছিল না। নাহলে তিনি বেঁচে থাকতে পারতেন এবং তাঁকে ফাঁসিতে ঝুলতেও হত না…তাঁদের উচিত আজকের পঞ্জাবের অবস্থার দিকে নজর দেওয়া।’

তিনি কেজরীবালকে ভর্ৎসনা করে আরও বলেছেন, ‘ভগৎ সিংয়ের সঙ্গে সত্যেন্দ্র জৈনকে তুলনা করার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তিনি কয়েক মাস ধরে জেলে বন্দি এবং আদালত তাঁর জামিন খারিজ করছে। আর আপনি তাঁকে ভগত সিংয়ের সঙ্গে তুলনা করেন। আপনি যদি তাঁর দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন তবে আমাদের কোনও সমস্যা নেই, তবে ভগৎ সিংয়ের সঙ্গে কাউকে মিলিয়ে ফেলবেন না।’ এদিকে পঞ্জাবের অবস্থাকে দুর্দশাগ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। যদি তাঁরা আপনার দলকে ক্ষমতায় আনতে পারেন, তাঁরা এটাও জানেন কীভাবে ক্ষমতা থেকে সরাতে হয়।’

সূত্র: টিভি নাইন
আইএ/ ১৮ অক্টোবর ২০২২

Back to top button