জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে ইরান ও কুয়েতের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৮ অক্টোবর – বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি এবং ও কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাওদানি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (১৭ অক্টোবর) পৃথকভাবে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে ড. মোমেন দু’দেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে ইরানের সমর্থনও চেয়েছেন।

এদিকে কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মোমেন বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, জাহাজ নির্মাণ ও আইটি খাতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য কুয়েত সরকার এবং কুয়েত ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্টের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় ড. মোমেন রোহিঙ্গা ইস্যুতেও কুয়েতের সমর্থন চান। তিনি যৌথ কমিশন মিটিংয়ের মতো বন্ধু প্রতীম দু’দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৮ অক্টোবর ২০২২

Back to top button