সৌদি গমনেচ্ছু কর্মীদের পাসপোর্ট নেয়নি দূতাবাস
ঢাকা, ১৮ অক্টোবর – সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের আশ্বাস দিয়েও পাসপোর্ট জমা নেয়নি সে দেশের ঢাকার দূতাবাস। আজ সোমবার রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা দিনভর অপেক্ষা করেও পাসপোর্ট জমা দিতে পারেননি। তবে আজ মঙ্গলবার থেকে জমা নেওয়ার আশ্বাস দিয়েছে দূতাবাস।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার এ তথ্য জানিয়েছেন।
আবুল বাশার বলেন, কী কারণে পাসপোর্ট জমা নেওয়া হয়নি তা স্পষ্ট না। হয়তো যোগাযোগে ঘাটতি বা অন্য কোনো কারণ থাকতে পারে। তবে কাল মঙ্গলবার থেকে নিয়মিত পাসপোর্ট জমা নেওয়া হবে। রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আজ যাঁরা জমা দিতে পারেননি তাঁরা আগামী সোমবার নির্ধারিত শিডিউলে দিতে পারবেন। আর অন্যরা নিয়মিত আগের শিডিউলে জমা দিতে পারবেন।
এর আগে গত ১২ অক্টোবর শাপলা গ্লোবাল সার্ভিস নামের প্রতিষ্ঠানের চিঠিতে বায়রাকে জানানো হয়, ঢাকার সৌদি দূতাবাসে বাংলাদেশি অভিবাসী কর্মীদের ভিসার আবেদন আর সরাসরি নেওয়া হবে না। দূতাবাস ‘শাপলা সেন্টারকে’ ওয়ান স্টপ ভিসা সার্ভিস সেন্টার হিসেবে নিয়োগ করেছিল। তবে ১৫ অক্টোবর সংবাদ সম্মেলনে বায়রা জানায়, শাপলা সেন্টারে পাসপোর্ট জমা দেওয়া হবে না। এর পরদিন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বায়রা সভাপতি আবুল বাশার, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওই বৈঠকে গতকাল থেকে দূতাবাসে পাসপোর্ট জমা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু রিক্রুটিং এজেন্সির একাধিক প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ৮টায় গুলশানের সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দিতে গিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও জমা দেওয়া যায়নি।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৮ অক্টোবর ২০২২