দক্ষিণ এশিয়া

খাড়গে বনাম থারুর: নতুন কংগ্রেস নেতা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নয়াদিল্লী, ১৭ অক্টোবর – ২০ বছর পর গান্ধী পরিবারের বাইরে নতুন নেতা পেতে চলেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। দলটির ৯ হাজার সদস্য নেতা নির্বাচনে ভোট দেবেন। স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটাভুটি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৯ অক্টোবর ভোটের ফল ঘোষণা করা হতে পারে।

১৯৯৮ সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সোনিয়া গান্ধী। ২০১৭ সালে তার ছেলে রাহুল গান্ধীর হাতে চলে যায় নেতৃত্ব। ২০১৯ সালে জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় হারের দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন রাহুল। এরপর অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্বে আছেন সোনিয়া।

এনডিটিভি জানিয়েছে, দলের একাংশ সভাপতি পদে রাহুলকে চাইলেও তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তিনি ‘ভারত জোড়ো’ কর্মসূচি নিয়ে ব্যস্ত। ধারণা করা হচ্ছে, সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গের প্রতি সমর্থন রয়েছে গান্ধী পরিবারের। রাহুলের ‌‘ভারত জোড়ো’ যাত্রায় দেখা গেছে মল্লিকার্জুন খাড়গেকে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৭ অক্টোবর ২০২২

Back to top button