ইউরোপ

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ

কিয়েভ, ১৭ অক্টোবর – ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সোমবার ভোরেই সাইরেন বেজে উঠার পরই তিনটি বিস্ফোরণ ঘটে শেভচেনকিভস্কি এলাকায়। এতে একাধিক আবাসিক ভবনগু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, কিভের অন্যতম বড় শহরে কামিকেজ ড্রোন দিয়ে চালিয়েছে রাশিয়া। গত কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেনজুড়ে দফায় দফায় ক্ষেপাস্ত্র হামলা চালানোর পর এটিই বড় ধরনের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় অন্তত ১৯ জন মারা যান।

বিবিসির সাংবাদিক পল অ্যাডমস বলেন, সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় কিয়েভে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে এসেছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউক্রেনকে রুশ হামলা প্রতিহতে যত দ্রুত সম্ভব আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইয়ার্মাক। সোমবারের হামলার ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৭ অক্টোবর ২০২২

Back to top button