নারায়ণগঞ্জ ৭ পদে ১৯ প্রার্থীর লড়াই
নারায়ণগঞ্জ, ১৭ অক্টোবর – নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। এই জেলা পরিষদ নির্বাচনে ৫টি সাধারণ ওয়ার্ডসহ ২টি সংরক্ষিত ওয়ার্ডের ৭ টি পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫টি ভোট কেন্দ্রে ৬১০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছেন ম্যাজিস্ট্রেটরা।
এর আগে কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বাবু চন্দন শীলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়াও ৪ নম্বর ওয়ার্ড থেকে মো. আলাউদ্দিন ও ৫ নম্বর ওয়ার্ডের আনছার আলী একক প্রার্থী হওয়ায় তাদেরকেও জয়ী ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আজ নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ১২ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃখঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।
সূত্র: রাইজিংবিডি.কম
আইএ/ ১৭ অক্টোবর ২০২২