এক বছরে সাতটি ছবি, চলতি বছরে অক্ষয়, অজয়কেও টেক্কা দিলেন ‘বিগ বি’
মুম্বাই, ১৭ অক্টোবর – গত ১১ অক্টোবর আশি বছরে পা দিয়েছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। কিন্তু এই বয়সেও তিনি টেক্কা দিচ্ছেন অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকাদের। এ বছর অমিতাভের ছয়টি ছবি মুক্তি পেয়েছে। নভেম্বরে আরও একটি ছবি মুক্তি পাবে। আর অজয় ও অক্ষয়ের মুক্তি পেয়েছে ছয়টি ছবি। ২০২২ সালে বলিউডে একটি করে ছবি উপহার দিয়েছেন সালমান খান, আমির খান এবং হৃতিক রোশনের মতো তারকারা। তিনটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে।
চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় অমিতাভের ‘ঝুন্ড’ ছবিটি। এপ্রিলে মুক্তি পায় তার ‘রানওয়ে ৩৪’। আগস্ট মাসে গুজরাটি ছবি ‘ফক্ত মহিলাও মাতে’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছে ‘বিগ বি’কে। সেপ্টেম্বর মাসে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পায়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে মুক্তি পায় সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’। অক্টোবর মাসের গোড়ার দিকে মুক্তি পেয়েছে কমেডি-ড্রামা ঘরানার ছবি ‘গুডবাই’।
আগামী নভেম্বর মাসে মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি ছবিতে দেখা যাবে অমিতাভকে। ড্রামা ঘরানার ‘উঁচাই’ ছবিতে অমিতাভ ছাড়াও মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্ত, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, অনুপম খের, সারিকা, ড্যানি ডেনজংপাকে।
আইএ/ ১৭ অক্টোবর ২০২২