বাস থেকে ফেলে হত্যা: চালক-হেল্পার রিমান্ডে
ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে আবু সায়েম মুরাদ নামের এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগে দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
অভিযুক্ত চালক চালক শাহ আলম ও হেল্পার মোহন মিয়াকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নিহত সায়েম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে রাজিবুল ইসলাম (ডায়মন্ড) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবু সায়েম মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশে রওনা দেন। বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আসা মাত্রই হেল্পার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেন। চলন্ত গাড়ির চাকার নিচে মাথা পিষ্ট হয় মুরাদের। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবু সায়েমের বড় ভাই আবু সাদাত শনিবার রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ অক্টোবর ২০২২