বেনাপোল বন্দরে বাংলাদেশি ট্রাকচাপায় নিহত ১
বেনাপোল, ১৬ অক্টোবর – যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাক চাপায় ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শ্যামসুন্দর (৫৭)। তিনি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার আমরালা এলাকার তেজি সুন্দরের ছেলে।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালক শিলনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। আটক শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। জানা যায়, আটক শিলন ওই ট্রাকের চালকের সহকারী। দুর্ঘটনার সময় সে ট্রাকটি চালাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাংলাদেশি কুষ্টিয়া ট- ১১১০৭৪ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আশপাশের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন কামাল ভূইয়া বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘাতক ট্রাকটিকে জব্দ করেছি ও ট্রাকের চালককে আটক করতে সক্ষম হয়েছি।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৬ অক্টোবর ২০২২