আইন-আদালতজাতীয়

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

ঢাকা, ১৬ অক্টোবর – গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামির বিরুদ্ধে পরবর্তী অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১৬ অক্টোবর) মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। খালেদা পক্ষে তার আইবজীবীরা খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে আছেন বলে শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম পরবর্তী শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ জুলাই রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন শুনানি শেষ করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৬ অক্টোবর ২০২২

Back to top button