বলিউড

বিতর্কের মুখে আমির-কিয়ার বিজ্ঞাপন

মুম্বাই, ১৬ অক্টোবর – বলিউডে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেন কিয়ারা আদভানি। ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া টু’র মতো ছবি উপহার দিয়েছেন। তার হাতে আছে একগুচ্ছ ছবি। এরই ধারাবাহিকতায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেও জুটি বেঁধেছেন। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে তাদের প্রথম কাজই বিতর্কের মুখে পড়েছে।

আমির-কিয়ারা অভিনীত সেই বিজ্ঞাপনে দেওয়া বার্তা ঘিরেই যত আপত্তি। বিজ্ঞাপনে দেখানো হয়েছে আমিরকে বিয়ে করে নিজ ঘরে নিয়ে এসেছেন কিয়ারা। বিজ্ঞাপনে মূলত, সমাজে যুগ যুগ ধরে চলা আসা প্রথায় পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল। তাই নিয়েই শুরু হয় বিতর্ক।

আপত্তির মুখে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হচ্ছে। অনেকেরই মন্তব্য, জনরোষের মুখে পিছু হটল স্বাধীন চিন্তার প্রদর্শন, দিন বদলের স্বপ্ন।

আইএ/ ১৬ অক্টোবর ২০২২

Back to top button