দক্ষিণ এশিয়া

ভারতে ফের জেলের বাইরে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

নয়াদিল্লী, ১৫ অক্টোবর – ফের জেলের বাইরে যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতের বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। দীপাবলির আগে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেলেন তিনি। উত্তর প্রদেশের বারনাওয়ায় আশ্রমে রাম রহিম পৌঁছতেই শুরু হয়েছে ভক্তদের ভিড়। আগের মতোই লাইভ সেশনে ভক্তদের বার্তা দিচ্ছেন তিনি।

তার আগমন ঘিরে আশ্রমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
খুন ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত রাম রহিমকে হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পেয়েই সোজা বারনাওয়ার আশ্রমে পৌঁছেছেন তিনি। দূর-দূরান্ত থেকে অনুগামীরা আশ্রমে ভিড় জমাতে শুরু করেছে। তিনি আশ্রমে পৌঁছেই লাইভ সেশনে কয়েক মিনিটের জন্য ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, হরিয়ানা রাজ্যের সিরসার আশ্রম থেকে রাম রহিমের জন্য দুটি গাভি নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে আশ্রমে বসানো হয়েছে নতুন মোবাইল টাওয়ার। যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হলেও গত কয়েক মাসে বারবার জেল থেকে ছাড়া পেয়েছেন এই স্বঘোষিত ধর্মগুরু। ফেব্রুয়ারিতে পাঞ্জাবের ভোটের আগে তার প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল।

এদিকে আদালতে প্রমাণিত হলেও রাম রহিমের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই মানতে নারাজ তার ভক্তরা। আশ্রমে এখন দীপাবলির প্রস্তুতি চলছে। ভক্তরা জানিয়েছেন, রাম রহিমের সঙ্গে উৎসব কাটাতে পারবেন বলেই খুশি তারা।

হরিয়ানা রাজ্য ছাড়াও পাঞ্জাবসহ আশপাশের রাজ্য থেকেও বারনাওয়ায় আশ্রমে ভিড় করছেন রাম রহিমের ভক্তরা। সিরসার আশ্রম থেকে জিনিসপত্র এনে বারনাওয়ার আশ্রম সাজানো হয়েছে বলেও যানা যায়। দীপাবলির মৌসুমে রাম রহিমের লাইভ সেশনের জন্য নানা রকমের বাদ্য যন্ত্র আনা হয়েছে। একই সঙ্গে সিরসার আশ্রম থেকে দুধের জন্য দুটি গরুকেও এই আশ্রমে নিয়ে আসা হয়েছে। রাম রহিমের লাইভ সেশনে হাজির হওয়া ভক্তদের যাতে যোগাযোগের কোনো সমস্যা না হয় সে জন্য বসানো হয়েছে নতুন মোবাইল টাওয়ার।

যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত রাম রহিম গত কয়েক মাসে বারবার প্যারোলে জেলের বাইরে এসেছেন। ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব ভোটের আগে প্রায় তিন সপ্তাহের জন্য কারাগারের বাইরে আসেন তিনি। জুন মাসেও এক মাসের প্যারোলে জেলের বাইরে এসেছিলেন তিনি। সে সময় তাকে ঘিরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লির ভক্তরা ভিড় জমান বারনাওয়ার আশ্রমে।

রাম রহিমের বিরুদ্ধে প্যারোলের নিয়ম ভাঙার অভিযোগ থাকা সত্যেও জেলে যাওয়ার ৪৪ দিনের মাথায় আবারও মুক্তি পেলেন তিনি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৫ অক্টোবর ২০২২

Back to top button