আইনি সেবাকে আরো সহজলভ্য করার তাগিদ আইনমন্ত্রীর
ঢাকা, ১৫ অক্টোবর – মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির প্রয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর জন্য সময় ও খরচ কমিয়ে এ আইনি সেবাটিকে আরো সহজলভ্য করার কথা বলেছেন তিনি।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বিচারপ্রার্থীদের চাহিদা নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউএসএআইডিয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০টি জেলার জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, ‘বিভিন্ন কারণে দেশের প্রচলিত আদালতগুলোতে মামলাজট তৈরি হয়েছে। এসব আদালতে মামলার চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে এবং দ্রুত ও স্বল্প ব্যয়ে এ সেবা প্রদান করতে হবে। পাশাপাশি এ বিষয়ে জনগণকে ব্যাপকভাবে সচেতন করতে হবে। ’
তিনি বলেন, ‘এডিআর পদ্ধতির সফল প্রয়োগ মামলার বোঝা কমিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষায় সুদূরপ্রসারি ভূমিকা রাখবে। ’
করোনাভাইরাস মহামারির সময় প্রযুক্তিনির্ভর বিকল্প পদ্ধতিতে দেশের বিচার ব্যবস্থা সচল রাখার পেছনে সরকার প্রধানের ভুমিকা তুলে ধরে আনিসুল হক বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকেই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুততম সময়ে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ’ জারি করা হয় এবং পরবর্তীতে তা আইনে পরিণত করা হয়। ”
এ সময় ভার্চুয়াল আদালতের প্রবর্তনকে ‘যুগান্তকারী’ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
আইন সচিব মো.গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক ক্যাথরিন ডি স্টিভেনস, প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিসের চিফ অফ পার্টি হেদার গোল্ডস্মিথ, ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন।
সূত্র: কলের কন্ঠ
আইএ/ ১৫ অক্টোবর ২০২২