জাতীয়

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ, ১৫ অক্টোবর – শনিবার (১৫ অক্টোবর) অর্ধবেলা ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক আছে।

শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়নি। এতে ভেগান্তিতে পড়েন যাত্রীরা।

দুপুরে মহাখালীতে গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ রুটে এনা, সৌখিন, আলম এশিয়াসহ সব পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। যাত্রীরা কেউ বাসে, কেউ টিকিট কাউন্টারের সামনে বা ওয়েটিং রুমে বসে আছেন।

এনা পরিবহনের কাউন্টারে কথা বলে জানা যায়, মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী, বাস চলাচল বন্ধ। কখন বাস চলবে, এ প্রশ্নের জবাবে কাউন্টার থেকে জানানো হয়, বিকেল ৩টার পর থেকে বাস চলবে।

সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহে বিএনপির সমাবেশের কারণে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কোনো যানবাহনের যেন ক্ষতি না হয়, সেজন্য ট্রিপ কমানো হয়েছে বাসের। বিকেল ৩টার পর থেকে স্বাভাবিকভাবেই বাস চলবে।

বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছাড়ে এনা পরিবহনের বাসের প্রথম ট্রিপ। এর পরপরই সৌখিন পরিবহনের একটি বাস ছেড়ে যায় ময়মনসিংহের উদ্দেশে। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/১৫ অক্টোবর ২০২২

Back to top button