অপরাধ

নাম পাল্টে সিঙ্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি, ২১ বছর পর গ্রেপ্তার

টাঙ্গাইল, ১৫ অক্টোবর – টাঙ্গাইলের বাসাইলে ২১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি দুলাল মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের আদালতপাড়া ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে। শনিবার (১৫ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদালতপাড়া ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০০১ সালে সিআর মামলা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে এম জামান নাম দিয়ে সিঙ্গাপুরে চলে যান তিনি। সিআর মামলায় তার তিন বছরের সাজা হয়। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন। বিদেশ থেকে আসার পর শহরে বাসা ভাড়া করে গোপনে বসবাস করছিলেন।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/১৫ অক্টোবর ২০২২

Back to top button