জাতীয়

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

ময়মনসিংহ, ১৫ অক্টোবর – ময়মনসিংহে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা আসা শুরু করেছেন। শনিবার সকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানানভাবে সমাবেশস্থলে পৌঁছেন।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আন্ত জেলা বাস চলাচল বন্ধ রয়েছে এখনো। শুধু বাস নয়, ট্রাকসহ অন্য যানবাহনও বন্ধ রয়েছে।

এতে সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। বিএনপির বিপুলসংখ্যাক নেতাকর্মী বাস অথবা ট্রাকযোগে সমাবেশস্থলে পৌঁছাতে না পারলেও বিকল্প পন্থায় তারা সমাবেশস্থলে পৌঁছেছেন।
শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার নেতাদের পোস্টার-ব্যানারসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও এর আগেই পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর নেতাকর্মীরা আশ্রয় নেন মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রঙিন টি-শার্ট, টুপি ও জাতীয় পতাকা হাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরাও সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে আসতে থাকেন।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/১৫ অক্টোবর ২০২২

Back to top button