জাতীয়
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ইস্টার্ন রিফাইনারি
চট্টগ্রাম, ১৫ অক্টোবর – দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্টের ট্যাংক ফার্মে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রিফাইনারি।
সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। বেলা ১১টার পরই আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৫ অক্টোবর ২০২২