দক্ষিণ এশিয়া

অমিত শাহের বাড়িতে মিলল পাঁচ ফুট লম্বা সাপ

নয়াদিল্লী, ১৫ অক্টোবর – ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাড়িতে ঢুকে পড়ল সাপ! বৃহস্পতিবার রাতের এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় শাহের বাড়িতে প্রহরায় নিযুক্ত কর্মকর্তাদের মধ্যে। পরে অবশ্য জানা গেছে, পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’, বাংলায় যাকে ঢোঁড়া বলে।

শাহের নিরাপত্তা কর্মকর্তা সূত্রে জানা গেছে, গায়ে ডোরাকাটা দাগ থাকা সাপটিকে দেখা মাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা। তৎক্ষণাৎ বন্যপ্রাণী বিভাগে খবর পাঠানো হয়। বন্যপ্রাণী বিভাগের দু’জন কর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি নিরাপত্তা কর্মকর্তাদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভিতর ঢুকে ছিল বলে জানা গেছে।

এই ধরনের সাপ সচরাচর পুকুর, ডোবার মতো ছোট জলাশয়ে থাকে।ভারতের ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই ধরনের সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।
বন্যপ্রাণী বিভাগের এক কর্মকর্তা জানান, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা নিজেরা কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আমাদের খবর দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন মনে করেন সাপ নগরজীবনের বোঝা। তাই সেগুলো মেরে ফেলা হয়।”

দিল্লি প্রশাসনের এক কর্মকর্তা জানান, বর্ষা মৌসুমে দিল্লির নানা প্রান্ত থেকে এমন ৭০টি সাপকে উদ্ধার করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৫ অক্টোবর ২০২২

Back to top button