দক্ষিণ এশিয়া

‘ডাকাত’ শাসনের অবসান চাইলেন ইমরান খান

ইসলামাবাদ, ১৫ অক্টোবর – সিন্ধ প্রদেশে ডাকাতদের শাসনের অবসান হওয়া উচিত বলেই মন্তব্য করেছেন ইমরান খান।

করাচিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক র‌্যালিতে ইমরান এই কথা বলেছেন। তিনি আরও বলেছে, আগামী সাধারণ নির্বাচনে তার দল সিন্ধ ও কেন্দ্রে সরকার গঠন করবে।

ইমরান বলেন, ‘সিন্ধের সম্পদ চুরি হয়ে গেছে। সেগুলোকে দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে।’
করাচির তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘করাচিতে কোনো সহিংসতা নেই, এই শহর দুবাইর চেয়েও বেশি এগিয়ে গেছে।’

ইমরান আরও বলেন, কোনো শক্তিই তার দলকে ঠেকাতে পারবে না।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৫ অক্টোবর ২০২২

Back to top button