ঢালিউড

ভক্তদের সাথে সেলফি তুলে উচ্ছ্বাস প্রকাশ ‘রাগী’ টিমের

ঢাকা, ১৪ অক্টোবর – মুক্তি পেল মিজানুর রহমান মিজান পরিচালিত একশনধারার চলচ্চিত্র ‘রাগী’। ‍শুক্রবার ছবিটি দেশের ২৮টি প্রেক্ষাগৃহ একযোগে মুক্তি পেয়েছে।

শুক্রবার মর্নি শো’তে সবগুলো প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল। আমন্ত্রিত সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে রাজধানীর তিনটি সিনেমা হলে ছবি দেখেন ‘রাগী’ ছবির টিম। প্রথমে রাজধানীর মতিঝিলের অভিজাত সিনেমা হল মধুমিতা, এরপর পুরান ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল ও জিঞ্জিরার নিউ গুলশান হল ভিজিট করে রাগীর টিম।

প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকরা ঘিরে ধরেন ছবির নায়ক আবীর চৌধুরী, নায়িকা আঁচল ও মুনমুনকে। এ সময় দর্শক-ভক্তরা তাদের সাথে সেলফি তুলে আনন্দের বহিঃপ্রকাশ ঘটান। ছবিটিতে ভিলেন হিসেবে মুনমুনের অভিনয় প্রশংসার দাবি রাখে।

পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, সবশ্রেণির দর্শকদের রুচি ও চাহিদা মাথায় রেখেই ছবিটির গল্পে সামাজিক ও পারিবারিক সেন্টিমেন্ট এবং একশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছবিটি আশানুরূপ সফলতা পাবে বলে আশা প্রকাশ করছি।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবীর চৌধুরী, আঁচল, মুনমুন, মৌমিতা মৌ, ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ।

আইএ/ ১৪ অক্টোবর ২০২২

Back to top button