ইউরোপ

ভবিষ্যতে সেনা সমাবেশের পরিকল্পনা নেই: পুতিন

মস্কো, ১৪ অক্টোবর – ইউক্রেনে যুদ্ধ করতে সেপ্টেম্বরে রিজার্ভ ফোর্স থেকে সেনা যুক্ত করার ঘোষণা দিয়েছিল রাশিয়া। শুক্রবার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এখন পর্যন্ত ২ লাখ ২২ হাজার সেনা যুক্ত করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এটি শেষ হবে।

শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন এই তথ্য জানান। তিনি বলেন, সেনা সমাবেশ সম্প্রসারণ করার কোনো লক্ষ্য তাদের নেই।

গত মাসে প্রেসিডেন্ট পুতিন সেনা সমাবেশের ঘোষণা দেওয়ার পর রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, নতুন করে ৩ লাখ সেনা যুক্ত করা হবে।
পুতিনের এমন ঘোষণার পর লাখ লাখ রুশ নাগরিক রাশিয়া ছেড়ে বিদেশে পাড়ি জমান। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে ব্যাপক সংখ্যক সেনা হারানোর কারণে পুতিনকে রিজার্ভ ফোর্স থেকে সেনা যুক্ত করতে হচ্ছে।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১৪ অক্টোবর ২০২২

Back to top button