জাতীয়
‘শকুনের দোয়ায় গরু মরে না, বিএনপির দোয়াতেও সরকারের পতন হবে না’
ঢাকা, ১৪ অক্টোবর – বিএনপির সরকার পতনের হুঙ্কার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শকুনের দোয়ায় গরু মরে না।
তিনি শুক্রবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।
‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটি বলছেন।
তিনি বলেন, শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।
সূত্র: যুগান্তর
এম ইউ/১৪ অক্টোবর ২০২২