বিছানার চাদর এনে দেয়নি খেলায় ব্যস্ত শিশু, রাগে মাকে কুপিয়ে খুন বাবার
নয়াদিল্লী, ১৪ অক্টোবর – পাঁচ বছরের মেয়েকে বলেছিলেন বিছানার চাদর এনে দিতে। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় সে বাবার কথা শোনেনি। আর এতেই রেগে আগুন তার বাবা। এর জেরে তার আক্রোশ গিয়ে পড়ে মেয়ের মায়ের উপর। রাগ এতটাই ছিল যে, ছুরি দিয়ে উন্মত্তের মতো কোপাতে থাকেন নিজের স্ত্রীকে। পরে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মাসুরি গ্রামে।
গাজিয়াবাদের পুলিশ সুপার (গ্রামীণ)ইরাজ রাজা জানিয়েছেন, বুধবার রাতে সাদাব নামের ওই ব্যক্তি নিজের পাঁচ বছরের মেয়ে সাবাকে বিছানার চাদর এনে দিতে বলে। সাবা নির্দেশ অমান্য করায় সাদাবের রাগ গিয়ে পড়ে সাবার মা ৩৫ বছর বয়সী শাবানার উপর। এরপরই সাদাব একটি ছুরি দিয়ে বারংবার কোপাতে শুরু করে শাবানাকে। পরে গুরুতর আহত অবস্থা শাবানাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শাবানার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সাদাবকে গ্রেফতার করেছে। তার স্ত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৪ অক্টোবর ২০২২