‘সমালোচিত হলেও সুষ্ঠু নির্বাচনের কথা বলব’
ঢাকা, ১৪ অক্টোবর – ‘সমালোচিত হলেও নিরপেক্ষ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আমি বলব’—এ কথা বলেছেন ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। গতকাল বৃহস্পতিবার ঢাকায় তিনি তাঁর বাসভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি নির্বাচন নিয়ে চলমান সহিংসতা পরিহারের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু না ভাবার পরামর্শ দেন।
বাংলাদেশে জার্মান বিজনেস কাউন্সিলের (জিবিসি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে অনুষ্ঠানে রাখা বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সংঘাতের পথে যাবে না।
সংঘাত হলে বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যাবে। জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে জার্মান বিজনেস কাউন্সিল কার্যক্রমকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, জিবিসি জার্মান ব্যবসায়ীদের পাশাপাশি জার্মান দূতাবাসের জন্যও উপদেষ্টা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
জিবিসি বাংলাদেশে জার্মান ব্যবসায়ীদের প্রতিষ্ঠান। এর লক্ষ্যে বাংলাদেশে জার্মান বিনিয়োগ ও বাণিজ্য উৎসাহিত করা। পাশাপাশি জার্মান ব্যবসায়ীদের কার্যক্রম সম্প্রসারণে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে জিবিসি।
সংবাদ সম্মেলনে জিবিসি চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান বলেন, প্রতিষ্ঠানটি জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যাবসায়িক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অন্যতম প্রধান অংশীদার হবে।
উল্লেখ্য, জার্মানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাবসায়িক অংশীদার এবং বাংলাদেশ থেকে পণ্যের দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক। ২০২১ সালে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৯৩০ কোটি মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬০টির মতো জার্মান কম্পানি বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছে।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৪ অক্টোবর ২০২২