গাজীপুর

সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ মিঠু মারা গেছেন

গাজীপুর, ১৪ অক্টোবর – গাজীপুরে সিএনজি পাম্পে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ মো. মিঠু (২৫) মারা গেছেন। তার শরীর পুরোটাই দগ্ধ ছিল।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম ডা. আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় দগ্ধ আরও চারজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তারা হলেন- আল-আমিন (২৫), মো. আনোয়ার (৩০), মো. পারভেজ (৩১), ও মো. সিরাজুল ইসলাম (২৮)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটিতে ১০০টি সিলিন্ডার ছিল। সন্ধ্যায় বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এ সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এতে কাভার্ডভ্যানের পাশে থাকা পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

নিহত মিঠুর ভাই ঝন্টু বলেন, আমাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ মৌয়ালি গ্রামে। বাবার নাম ফজলু মিয়া। আমার ভাই গাজীপুরেই থাকতেন। সেখানে মাত্র ১৫ দিন ধরে কাজে যোগ দিয়েছেন। তার এক ছেলে রয়েছে।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ অক্টোবর ২০২২

Back to top button