ফাইনালে ১৬৮ রানের লক্ষ্য পেল পাকিস্তান
ক্রাইস্টচার্চ, ১৪ অক্টোবর – ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৭ রানের ভালো সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম নেওয়া কেন উইলিয়ামসন দারুণ এক ইনিংস খেলেছেন।জানিয়ে দিয়েছেন তিনি ফর্মে ফিরেছেন।
দুই কিউই ওপেনার শুরুতে ফিরে যান। ফিন অ্যালেন ১২ ও ডেভন কনওয়ে খেলেন ১৪ রানের ইনিংস। তিনে ব্যাট করা অধিনায়ক কেন ৩৮ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। তিনি চারটি চার ও দুটি ছক্কা তোলেন।
চারে নামা গ্লেন ফিলিপস ২২ বলে ২৯ রান করেন। একটি করে চার ও একটি ছক্কা তোলেন। ১৯ বলে ২৫ রান করেন চ্যাপম্যান। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া জেমি নিশান করেন ১০ বলে ১৭ রান। প্রথম ১০ ওভারে ৮৩ রান তুললেও স্লগে প্রত্যাশা মিটিয়ে রান করতে পারেনি কিউইরা।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন হ্যারিস রউফ। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নাসিম শাহ দুই উইকেট নিলেও খরচ করেন ৩৮ রান। এছাড়া স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট নেন।
সূত্র: সমকাল
আইএ/ ১৪ অক্টোবর ২০২২