জাতীয়

এ বছর ডেঙ্গুর তিনটি ধরন সক্রিয়

ঢাকা, ১৪ অক্টোবর – এ বছর ডেঙ্গুর চারটি ধরনের মধ্যে তিনটি ধরনই সক্রিয়। যার ফলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুতে ৬৪ শতাংশ হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে মারা যাচ্ছেন। কারণ, তারা হাসপাতালে দেরিতে আসছেন। অন্যদিকে ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে দ্বিগুণের বেশি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরার সময় ডেঙ্গুতে মৃত্যু নিয়ে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২ হাজার ৫১৭ জন ও ৭৫ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম তিন দিনের মধ্যে মারা গেছেন ৪৮ জন বা ৬৪ শতাংশ। হাসপাতালে ভর্তির চার থেকে ছয় দিনের মধ্যে মারা গেছেন ১৮ জন। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ৭ থেকে ৩০ দিনের মধ্যে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৩। তবে সর্বশেষ আটজনের মৃত্যুর স্থান, বয়স ও লিঙ্গ পরিচয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ মেডিসিন সোসাইটির মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেকে গুরুত্ব দেন না। পরিস্থিতি বেশ খারাপ হওয়ার পরেই কেউ কেউ হাসপাতালে আসছেন। এই বিলম্বের কারণে হাসপাতাল আসার পরপরই মৃত্যুর হার বেশি।’

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৪ অক্টোবর ২০২২

Back to top button