পুতিন উৎখাত হলে রাশিয়ার ক্ষমতায় কে আসতে পারেন?
মস্কো, ১৩ অক্টোবর – আট মাস ধরে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ধুঁকছে। ফলে জল্পনা ছড়াচ্ছে যে, রুশ নেতা উৎখাত হতে পারেন। তার স্থলে আরও কট্টর ও আগ্রাসী কেউ রাশিয়ার ক্ষমতায় আসতে পারেন।
৭ অক্টোবর ৭০ বছরে পদার্পণ করেছেন রুশ প্রেসিডেন্ট। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেওয়া পুতিন সহজ জয় পাননি। সংঘাত যখন আট মাসে গড়িয়েছে তখন ইউক্রেনে দক্ষিণ ও উত্তর-পূর্ব অঞ্চলে বেশ কিছু ভূখণ্ড রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
এসব ব্যর্থতার পর পুতিন মিত্রদের কয়েকজনও রুশ সেনাবাহিনীর সমালোচনায় মুখ খুলেছেন। এদের মধ্যে রয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ, রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা। ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো রুশ সেনাবাহিনীতে সম্ভাব্য অভ্যুত্থানের কথা জোরেশোরে প্রচার করছে।
রাশিয়ার স্বতন্ত্র সংবাদমাধ্যম মেডুজা এক প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রেমলিনের কর্মকর্তারা গোপনে আলোচনা করতে শুরু করেছেন যে, ইউক্রেন যুদ্ধের ফলে পুতিন উৎখাত হলে কারা ক্ষমতায় আসতে পারেন।
দিমিত্রি মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারের দায়িত্বে থাকা দিমিত্রি মেদভেদেভ পুতিনের সম্ভাব্য উত্তরসূরীদের তালিকার শীর্ষে রয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেশ সোচ্চার তিনি। পররাষ্ট্রনীতি নিয়ে তার কট্টর মন্তব্য পত্রিকার শিরোনাম হয়েছে। সোমবার কিয়েভের ওয়ান্টেড তালিকায় নাম ওঠেছে তার।
সের্গেই কিরিয়েঙ্কো
পুতিনের কার্যালয় ক্রেমলিনের ডেপুটি চিফ অব স্টাফ হলে ৬০ বছর বয়সী কিরিয়েঙ্কো। ক্রেমলিনে নিয়োগ দেওয়ার মাধ্যমে পুতিনের রাজনৈতিক জীবন সূচনাকারী হিসেবে তাকে কৃতিত্ব দেওয়া হয়।
ইউক্রেনের ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চলের তদারকি ও প্রশাসনিক দায়িত্বে রয়েছেন কিরিয়েঙ্কো।
এক ক্রেমলিন সূত্র বলেছে, জনগণের চোখের সামনে তিনি সব সময় রয়েছেন এবং পুতিন যা পছন্দ করেন শুনতে তিনি তা বলছেন।
দিমিত্রি ও নিকোলাই পাত্রুশেভ
রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ হলে দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেভের ছেলে। পুতিনের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে ছেলে ও বাবার নাম উঠে আসছে।
ইউনিভার্সিটি অব বাথ-এর রাজনীতি বিষয়ের প্রভাষক স্টিফেন হল বলেন, ক্রেমলিনে দীর্ঘদিন ধরে তাদের কথা আলোচনা হচ্ছে।
ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সাবেক প্রধান স্যার রিচার্ড ডিয়ারলাভ জুলাই মাসে বলেছেন, পুতিনের দীর্ঘদিনের মিত্র নিকোলাই পাত্রুশেভ সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন।
ইয়েভগেনি প্রিগোজিন
ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রিগোজিন সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সমালোচনায় মুখ খুলে আলোচনায় এসেছেন।
প্রভাষক স্টিফেন হল মনে করেন, প্রিগোজিন পুতিনবিরোধী হয়ে ওঠতে পারেন। অথবা তিনি পর্দার আড়ালে থেকে পুতুল হিসেবে কাউকে ক্ষমতায় বসাতে পারেন।
হল বলছেন, পুতুল প্রেসিডেন্ট হিসেবে মেদভেদেভকে সামনে নিয়ে এসে পর্দার আড়াল থেকে রাশিয়া শাসন করতে পারেন তিনি।
পুতিনকে উৎখাত কি সম্ভব?
ইউক্রেন যুদ্ধ পরিচালনা ইস্যুতে পুতিনকে উৎখাতের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে।
ইউনিভার্সিটি অব এডিনবরার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রভাষক কাসিয়া কাকজমারস্কা মনে করেন, ২২ বছরের শাসনামলের পরও পুতিনের ক্ষমতা এখনও সুরক্ষিত। তিনি বলেন, পুতিনকে হটানোর কোনও ব্যক্তি আছে বলে আমি মনে করি। তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হলে পুতিন মিত্রদের জোট বাঁধতে হবে।
ইউনিভার্সিটি অব গ্লাসগোর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র লেকচারার আদ্রিয়ান ফ্লোরিয়া বলছেন, রাশিয়ায় যে কোনও ক্ষমতার লড়াইয়ের ব্যাখ্যা দেওয়া খুব সহজ নয়। তবে সামরিক ব্যর্থতার পর ভিন্নমত বাড়ছে।
ফ্লোরিয়ার পর্যালোচনা অনুসারে, রাশিয়া পূর্ব ইউক্রেনের ডনবাস ও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ হারায় তাহলে ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যাবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৩ অক্টোবর ২০২২