ইউরোপ

কিয়েভে হামলা, ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ

কিয়েভ, ১৩ অক্টোবর – ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালেও ইরানের তৈরি ‘কামিকাজে’ ড্রোন কিয়েভে আঘাত করেছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেকসি কুলেবা এই দাবি করেন।

তবে রাশিয়ার চালানো ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত করে জানাতে পারেনি কিয়েভের আঞ্চলিক প্রশাসন।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে গেল রাতে গোলাগুলিতে একটি পাঁচতলা ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে।

মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সিয়েনকোভিচ বলেছেন, ভবনের উপরের দুই তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ভবন ধ্বংসস্তূপে পড়ে আছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

যদিও ইরান ও রাশিয়া এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বেশকিছুদিন ধরেই ইউক্রেন অভিযোগ করে আসছে, রাশিয়া ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/১৩ অক্টোবর ২০২২

Back to top button