ক্রিকেট

চার হারের পরও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সাকিব

ক্রাইস্টচার্চ, ১৩ অক্টোবর – ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আজ একটু লড়াই করতে পেরেছে সাকিববাহিনী, ১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। অধিনায়ক সাকিব আল হাসানও মানছেন এই সিরিজে আজই ভালো খেলেছে বাংলাদেশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘এই সিরিজে খুবই কঠিন সময় গেছে আমাদের।

আজ আমরা আমাদের সেরাটা খেলেছি। আমরা যে অবস্থানে ছিলাম, আরো কিছু রান করতে পারতাম। আমরা মাঝের ওভারগুলোতে ভালো খেলেছি, যা এতোদিন হচ্ছিল না। ’
ব্যাটিংয়ে ৪২ বলে ৬৮ রান করা সাকিব খুশি নন নিজের বোলিং পারফরমেন্সে, ‘আমার কাজ হলো রান করা। তবে আমার বোলিংটা আজ ভালো হয়নি। এই জায়গাটায় উন্নতি করতে হবে আমার। এই আসরে আমরা বেশ কিছু জায়গায় উন্নতি করেছি, এটাই আমাদের জন্য ইতিবাচক দিক। ’

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৩ অক্টোবর ২০২২

Back to top button