ঢালিউড

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে মানুষজন

ঢাকা, ১৩ অক্টোবর – আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে দেশের তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। নিউইয়র্কের কুইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, তাহসান, ইমন, পূজা চেরি, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা ও পলাশের। অনুষ্ঠানের শেষ মূহুর্তের সকল প্রস্তুতি ও প্রচারণা চলছে বলে জানিয়েছেন আয়োজক আলমগীর খান আলম।

তবে ক’দিন আগেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান জানান, তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ তার হাতে বেশ কিছু কাজ আছে। একদিন আগে, চিত্রনায়িকা পূজা চেরি ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। যদিও এর কিছুক্ষণ পর পূজা সেই ছবি ও পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে শাকিব-পূজাকে নিয়ে চলা সমালোচনার নতুন মোড় নেয়।

কথা উঠে, শাকিবের এমন ঘোষণায় হতাশ পূজা। কারণ, শাকিব-বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পেছনে মূল কারণ নাকি পূজা। আর শাকিব খান নাকি মেতে আছেন পূজার প্রেমে! এমন কি তারা বিয়েও করেছেন গত মাসে! যদিও এসব বিষয় শোবিজে শুধুই গুঞ্জন হয়ে আছে।

তবে গতকাল বুধবার পূজার যুক্তরাষ্ট্রে না যাওয়ার ঘোষণায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে মানুষজন। অনেকেই বলছেন, শাকিব যাচ্ছে না বলে পূজাও ওই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

তবে পূজার দাবি, এই সময়টা তিনি ব্যস্ত থাকবেন ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্ম নিয়ে। আর সে কারণেই মার্কিন মুলুকের অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি।

পূজার এসব কথা নিয়ে শোবিজে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে, এসব মিথ্যা নাটক! এখন দেখার পালা কোনটা নাটক আর কোনটা সত্য। তবে শেষটা দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।

আইএ/ ১৩ অক্টোবর ২০২২

Back to top button