পশ্চিমবঙ্গ

ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে, নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার

কলকাতা, ২০ নভেম্বর- শুক্রবার ছিল ছটপুজোর প্রথম দিন৷ এদিন তক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে,নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী বলেন, ভোটের সময় অনেকে বাইরে থেকে এসে বড় বড় কথা বলে চলে যান। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। যে কোনও উৎসবে আমরা মানুষের সঙ্গে থাকি৷

পাশাপাশি তিনি ছট নিয়ে হিন্দিভাষীদের কাছে আবেদন করেন,আদালতের নির্দেশ মেনে উত্‍সব পালন করার৷ ছটপুজোয় দু’দিন ছুটি দেওয়া হয়েছে৷ যে ভাবে আমরা দুর্গাপুজো বা কালীপুজো করেছি, সেই ভাবেই আপনারা ছটপুজো পালন করুন৷ বেশি লোক একসঙ্গে যাবেন না৷ পারলে নিজের বাড়িতেই ছটপুজোর নিয়ম পালন করুন৷ সম্ভব না হলে পুকুরে বা গঙ্গায় যেখানেই যান, ছোট ছোট দলে যান।

রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ ছটপুজো৷ তার জন্য কলকাতায় অস্থায়ী জলাশয় তৈরি করা হয়েছে৷ তাছাড়া রাজ্য জুড়ে রয়েছে আড়াই লাখ পুকুর৷

বৃহস্পতিবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, পুণ্যার্থীরা পারলে নিজেদের বাড়িতে থেকেই এবারের ছট পালন করুন। নিজের বাড়িতে থেকেও ধর্মাচরণ সম্ভব। না হলে বাড়ির কাছের কোনও জলাশয়ে আচার সম্পন্ন করুন। পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশ মানতে হবে।’

এছাড়া দুর্গা এবং কালীপুজো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে হিন্দিভাষীদের সেইভাবেই ছটপুজো পালন করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। বাজির ওপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়টিকেও আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি৷ জটলা করে একইসঙ্গে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

পাশাপাশি ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করেছে কলকাতা পুরসভা৷ এ কাজ কেএমডিএ ও কলকাতা পুরসভা যৌথভাবে করেছে৷ গতবছরের তুলনায় এ বছর বেশি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর৷

কলকাতা পুরসভা সূত্রে খবর, করোনা আবহে এবছর কলকাতায় গত বছরের তুলনায় বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে।ছটপুজোর জন্য এবার ১৩০ টির বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে৷ এর মধ্যে প্রায় ৫৫ টি কৃত্রিম জলাশয়৷

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছিলেন, ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক৷ কলকাতা পুরসভার পক্ষ থেকে সব ঘাটে মাস্ক বিলি করা হবে৷

এছাড়া ঘাটগুলিতে শৌচালয় এবং মহিলাদের পোশাক পরিবর্তনের আলাদা জায়গা করা হচ্ছে৷ ঘাটে থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও৷ সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে কিনা,সেদিকে বিশেষ নজরদারি চলবে৷

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/২০ নভেম্বর

Back to top button