শিক্ষা

প্রাথমিকেই শিশুদের কোডিং শেখানোর ভাবনা শিক্ষামন্ত্রীর

ঢাকা, ১৩ অক্টোবর – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা তৃতীয় শ্রেণি থেকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ‘কোডিংয়ে’র হাতেখড়ি নেবে। এখন থেকে বাচ্চারা খেলার ছলে তথ্যপ্রযুক্তির বিষয়গুলো শিখবে।’

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরাবের বার্ষিক এ প্রকাশনার পতিপাদ্য বিষয় ‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের উচ্চ শিক্ষা’।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা তৃতীয় শ্রেণি থেকে কোডিং শিখতে পারবে। শিশুরা খেলতে খেলতে রোবোটিক্সের ওপরে, আইটি (তথ্য-প্রযুক্তি) বিষয়ে শিখবে। এ উদ্যোগ আসলেই কতো ভালো কাজ করবে, আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে একটা পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে বুঝে পরিকল্পনা গ্রহণ করবো।’

দীপু মনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় একটি রোডম্যাপ ঠিক করার পরিকল্পনা করছে। আমরা শিগগিরই পাইলট কর্মসূচি গ্রহণ করব। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে আমরা পাঠ্যক্রমের পরিবর্তন করেছি, যা আগামী বছর থেকে বাস্তবায়িত হবে। এ ধরনের চমৎকার প্রকাশনা প্রকাশের জন্য তিনি ইরাব কে ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানে ইরাবের উপদেষ্টা সাব্বির নেওয়াজ, শরীফুল আলম সুমন, নিজামুল হকসহ নতুন সভাপতি মীর মোহাম্মদ জসীম, সাধারণ সম্পাদক ফারুক, সহ-সভাপতি এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, দফতর ও প্রচার সম্পাদক আসিফ কাজল, সদস্য মাসুদুল হক, রকিবুল হক, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, আবদুল্লাহ জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ অক্টোবর ২০২২

Back to top button