মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জান্তাসেনা নিহত
নেপিডো, ১২ অক্টোবর – মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর অন্তত ৪০জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ।দেশটি বিভিন্ন অঞ্চলে দুদিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী।
মিয়ানমারের সাগাইং, ম্যাগুই, মেন্দাল ও চিন রাজ্যসহ কয়েকটি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ ও জান্তাবাহিনীর সদস্যদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। গত ২ দিন ধরে পিডিএফসহ স্থানীয় আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৪০ জনের বেশি সেনা নিহত হয় বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
যদিও, এ বিষয়ে জান্তা সরকার এখনও কিছু জানায়নি।
এর আগে, সোমবারও সাগাইংয়ের ম্যাগুই এলাকায় জান্তাবাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা। এতে হতাহতের পাশাপাশি জান্তাসেনাদের কয়েকটি যানবাহন ধ্বংস হয়। দুইদিনব্যাপী এসব হামলায় এখনও জান্তাবাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ অক্টোবর ২০২২