মিডিয়া

বিমানের সংবাদ সম্মেলন বয়কটের ডাক সাংবাদিকদের

ঢাকা, ১২ অক্টোবর – অসৌজন্যমূলক আচরণ ও অসহযোগিতার প্রতিবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাকা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডেকেছিল বিমান। তবে বুধবারই (১২ অক্টোবর) এক বিবৃতি এই সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেয় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)।

এটিজেএফবির সভাপতি নাদিরা কিরণ ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এভিয়েশন খাতের সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে আসছে এটিজেএফবি। বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এই পরিস্থিতি পরিবর্তনে সংগঠনের পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের বিষয়ে এটিজেএফবি আন্তরিকতা দেখালেও বিমানের পক্ষ থেকে বারবার অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটছে, যা হতাশাজনক।

সবশেষ গত ২২ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণ করেন বিমানের কর্মকর্তারা, যা অসৌজন্যমূলক ও নিন্দনীয় মনে করে এটিজেএফবি। সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে ডলার-টাকা চুরির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে যান সাংবাদিকরা।

ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা বিমানের প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন। সাংবাদিকদের বিমান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তাকর্মীদের মাধ্যমে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা বারবার অনুরোধ করলেও বিমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এসব কারণে এই বিটের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে এবং প্রতিবাদে শামিল হতে বিমানের ‘মিট দ্য প্রেস’ আয়োজন বয়কট করার আহ্বান জানিয়েছে এটিজেএফবি। সাংবাদিকদের অধিকার, মর্যাদা, সুরক্ষায় এই কর্মসূচি বাস্তবায়নে সব গণমাধ্যম কর্মীদের সহায়তাও প্রত্যাশা করছে সংগঠনটি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১২ অক্টোবর ২০২২

Back to top button