উত্তর আমেরিকা

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা সন্দেহ বাইডেনের

ওয়াশিংটন, ১২ অক্টোবর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন নিয়ে রুশ প্রেসিডেন্ট ‘গুরুতর’ ভুল হিসাব কষেছেন। তবে যুদ্ধকে পুতিন পারমাণবিক লেভেলে নেবেন তিনি (বাইডেন) তেমনটি মনে করেন না।

প্রেসিডেন্ট বাইডেন এমন এক সময় এই মন্তব্য করলেন যখন পুতিন ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেছেন। অঞ্চলগুলো রক্ষায় হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেন পুতিন।

এ ইস্যু নিয়ে মঙ্গলবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন না পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। তবে কৌশলপূর্ণ পারমাণবিক অস্ত্র (ট্যাক্টিক্যাল নিউক্লিয়ার বোম্ব) নিয়ে পুতিন খেলছেন বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলা পুতিনের দায়িত্বহীনতা।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১২ অক্টোবর ২০২২

Back to top button