জাতীয়

চট্টগ্রামে আজ বিএনপির বিভাগীয় গণ-সমাবেশ

চট্টগ্রাম, ১২ অক্টোবর – বন্দরনগর চট্টগ্রামে আজ বুধবার বিএনপির গণসমাবেশ। এর মধ্য দিয়ে সারা দেশে দলটির ১০ বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি শুরু হচ্ছে। নগরের পলোগ্রাউন্ড মাঠে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুত নিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা কোনো ধরনের ফাঁদে পা দেব না।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, বিএনপিকে সমাবেশের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুপুরে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অনেক চেষ্টা করা হবে। অনেক গুজব ছড়াবে। এতে কর্ণপাত করবেন না। পূর্ণমাত্রার ধৈর্য ধরতে হবে। আমরা আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব। ওরা চাচ্ছে আমাদের ডাইভার্ট (বিচ্যুত) করার জন্য। জনগণের জোয়ার যেখানে নামে, সেখানে কোনো শক্তি বাধা দিতে পারে না। চট্টগ্রামের গণসমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিপুল জনসমাগমের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। সারা দেশের মানুষ পলোগ্রাউন্ড ময়দানের দিকে তাকিয়ে আছে। ’

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে জনগণ জেগে উঠেছে। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আর রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারছে না। এখন তাদের মধ্যে বিএনপির সমাবেশগুলোকে বাধাগ্রস্ত করার চিন্তা-ভাবনা আছে। চট্টগ্রামে গণসমাবেশ বাংলাদেশের আন্দোলনের মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। জনগণের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে ক্ষোভ জেগেছে, সেটাকে পূরণ করার জন্য চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ পলোগ্রাউন্ড আমরা বেছে নিয়েছি। ’ আমীর খসরু বলেন, ‘দেশে-বিদেশে প্রমাণ হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। জনগণের ওপর আস্থা রেখে বিএনপি রাজনীতি করে। জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের লাঠি ও অস্ত্রশস্ত্রের দরকার নেই। যারা দুর্বল, তারা লাঠি নিয়ে নামে। যারা জনবিচ্ছিন্ন, নিজেরা কিছু করতে পারে না, তারা প্রতিরোধ করার কথা বলে। ’ তিনি বলেন, ‘বিএনপি এর আগেও পলোগ্রাউন্ডে সভা করেছে। খালেদা জিয়া চট্টগ্রাম এসেছিলেন, সেইবার ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম হয়েছিল। এবার আমাদের নেত্রী আসবেন না, কিন্তু মানুষ সংগ্রামে নেমেছে, সেটার প্রতিফলন পলোগ্রাউন্ডের মাঠে দেখতে পাবেন। সারা দেশের মানুষ পলোগ্রাউন্ড মাঠের দিকে তাকিয়ে আছে। ’

চট্টগ্রামের বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘নানা কারণে চট্টগ্রাম বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক অঞ্চল। দলের অবস্থানও ভালো। এ জন্য এই সমাবেশের মাধ্যমে আমরা চমকে দিতে চাই। এই সমাবেশ হবে সরকারকে টালমাটাল করার কর্মসূচি। সব মিলিয়ে সমাবেশকে আমরা পরীক্ষা হিসেবে নিয়েছি। ’

মৌখিক অনুমতি সিএমপির

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) পংকজ দত্ত বলেছেন, ‘বিএনপি গণসমাবেশের জন্য আবেদন করেছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের নাশকতা বা আইনবিরোধী কার্যকলাপ করা যাবে না। ’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণসমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গণসমাবেশকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেই লক্ষ্যে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকছে। ’

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১২ অক্টোবর ২০২২

Back to top button