দক্ষিণ এশিয়া

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারে অভিযান

ইসলামাবাদ, ১১ অক্টোবর – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে শনিবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একজন বিশেষ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তবে পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার (এসিই) একটি দল গতকাল সোমবার সানাউল্লাহকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

ইসলামাবাদের সচিবালয় থানা থেকে তাঁরা খালি হাতে ফিরেছেন বলে এক রিপোর্টে বলা হয়েছে। খবর বিজনেস রেকর্ডের।

পাঞ্জাবের এসিই কর্মকর্তারা অভিযোগ করে বলেন, ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানার পুলিশ কর্মকর্তারা আদালতের নির্দেশ মেনে চলছেন না। শুনানির সময়, এসিই দল সানাউল্লাহকে ঘোষিত অপরাধী ঘোষণা করার জন্য আদালতকে অনুরোধ করেছিল। তবে তাদের আদেশ খারিজ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট বলেন, এই পর্যায়ে পিএমএল-এন নেতাকে অপরাধী ঘোষণা করা যাবে না।

এর আগে পাকিস্তানের এসিই’র এক মুখপাত্র বলেন, পিএমএল-এন নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ তাঁর বিরুদ্ধে চলমান তদন্তে উপস্থিত হতে ব্যর্থ হওয়ার পরে এ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তার আগে প্রাদেশিক দুর্নীতিবিরোধী ওয়াচডগ কর্মকর্তারা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতাকে গ্রেপ্তার করতে এবং তাঁকে আদালতে হাজির করার জন্য রাওয়ালপিন্ডির বিশেষ বিচারিক ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছিলেন।

সূত্র: সমকাল
আইএ/ ১১ অক্টোবর ২০২২

Back to top button