রোগীর স্বজনদের পেটাল নার্স ও হাসপাতালের কর্মীরা
নড়াইল, ১১ অক্টোবর – নড়াইল আধুনিক সদর হাসপাতালের ভেতর রোগীর স্বজনদের পেটাল দায়িত্বে থাকা নার্স, আউট সোর্সের কর্মী ও ওয়ার্ডবয় সদস্যরা।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিকে হামলার শিকার আহত রিমা বেগম নামে রোগীর এক স্বজনকে উল্টো আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, রোগীর স্বজনকে মারধর করা অভিযুক্ত নার্স আবার নিজেই দোষ চাপাচ্ছেন ভুক্তভোগীর বিরুদ্ধে।
আহতদের অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের বারইপাড়া গ্রামের সুমাইয়া বেগম পেটে ব্যথাজনিত রোগে চিকিৎসা নিতে সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে রাখা হয়।
মঙ্গলবার দুপুরে হঠাৎ রোগীর পেটে ব্যথা বেড়ে গেলে তার স্বামী ইমরান হোসেন কর্তব্যরত নার্স বিউটি পারভীনকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কর্তব্যরত সেই নার্সকে ফ্যান মেরামতের কাজে ব্যস্ত অবস্থায় দেখেন। রোগীর অবস্থা খারাপ বলে তার স্বামী নার্সকে দ্রুত আসতে অনুরোধ করেন।
তখন নার্স উল্টো রেগে গিয়ে পায়ের জুতা খুলে রোগীর স্বামী ইমরান হোসেনকে মারধর করেন। এরপর উভয়পক্ষের চেঁচামেচি ও চিৎকারে হাসপাতালের চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামান (টনি) ও ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস ছুটে আসেন। এ সময় তাদের সঙ্গে হাসপাতালের অন্যান্য নার্স, আউট সোর্সের কর্মী ও ওয়ার্ডবয়রা যোগ দেন।
ওয়ার্ডের মধ্যেই রোগীর স্বামী ইমরানকে বেদম প্রহার শুরু করেন তারা। এ সময় ইমরানকে রক্ষা করতে গেলে রিমা বেগম নামে রোগীর এক স্বজনকে মারের চোটে কান ছিঁড়ে ফেলেন।
ওই ঘটনার সময় পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত রিমাকে আটক করে।
তবে এ ঘটনার জন্য রোগীর স্বজনদের দায়ী করে প্রত্যক্ষদর্শী ডাক্তার আসাদুজ্জামান (টনি) বলেন, রোগীর স্বজনরা প্রথমে নার্সকে মারধর করে। এতে দুইপক্ষের মধ্যেই হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রেমানন্দ মণ্ডলের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
একই প্রসঙ্গে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: যুগান্তর
আইএ/ ১১ অক্টোবর ২০২২