দক্ষিণ এশিয়া

কড়া নিরাপত্তায় পাকিস্তানে মালালা

ইসলামাবাদ, ১১ অক্টোবর – বন্যায় বিপর্যস্ত পাকিস্তান পরিদর্শনে আজ মঙ্গলবার দেশটিতে গেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মালালা ফান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় বিধ্বস্ত পাকিস্তানে মানবিক সহায়তা যেন অব্যাহত থেকে এজন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি যোগাতেই এই পরিদর্শন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে বন্যায় এখন পর্যন্ত এক হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ঘরছাড়া হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ।

১৫ বছর বয়সে পাকিস্তানে সন্ত্রাসী হামলার শিকার হন মালালা। নারী শিক্ষা ক্যাম্পেইন পরিচালনার জন্য মালালার মাথায় গুলি করা হয়। এরপর তিনি ব্রিটেনে পালিয়ে যান চিকিৎসার জন্য। পরবর্তীতে তিনি বৈশ্বিক শিক্ষার উপদেষ্টা হয়ে ওঠেন এবং সর্বকনিষ্ঠ তিনিই শান্তিতে নোবেল পুরস্কার পান।

মালালার ওপর হামলার ১০ বছর পূর্তির দুই দিন পর আজ করাচিতে যান তিনি। মালালার ওপর তালেবানের হামলার পর পাকিস্তানে এটি তার দ্বিতীয়বারের মতো সফর। তার সফর ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১১ অক্টোবর ২০২২

Back to top button