ইউরোপ

রাশিয়ার আসল চেহেরা উন্মোচিত হয়েছে, মন্তব্য জেলেনস্কির

কিয়েভ, ১১ অক্টোবর – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেসামরিক স্থাপনায় মিসাইল হামলার মাধ্যমে রাশিয়ার আসল চেহেরা উন্মোচিত হয়েছে।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ১২টি স্থাপনায় সোমবার রাশিয়ার ৮৪টি ক্ষেপণাস্ত্র হামলার পর ১১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৬৪ জন আহত হয়েছে।

এই ঘটনার পর এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেন, ‘বিশ্ব আরও একবার সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়ার আসল চেহেরা দেখল। যুদ্ধের ময়দানে এবং শান্তিপূর্ণ শহরে তারা (রাশিয়া) বেসামরিক মানুষদের হত্যা করছে। শান্তি এবং নিরাপত্তার একমাত্র ভিত্তি স্বাধীনতা। রাশিয়া মুখে শান্তির কথা বললেও ভেতরে রক্তাত্ত লক্ষ্য ঢেকে রাখে।’

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১১ অক্টোবর ২০২২

Back to top button