জাতীয়

ইলিশ রক্ষা অভিযান, পুলিশের ওপর হামলা

চাঁদপুর, ১১ অক্টোবর – চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ রক্ষার অভিযানে যাওয়া নৌ পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এ সময় নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় পদ্মা-মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযানে সফরমালি এলাকায় যান বাহিনীর সদস্যরা। পরে তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি ছুড়তে শুরু করেন। এ সময় আহত হন নৌ পুলিশ নায়েক হাসান মিয়া। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় সেখান থেকে পাঠানো হয় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এ হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জেলেকে আসামি করে মামলা করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাত থেকে শুরু হয়েছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ অক্টোবর ২০২২

Back to top button