চট্টগ্রাম

বিয়ের নিমন্ত্রণপত্র দিতে গিয়ে সড়কে প্রাণ গেলো হবু বরের

চট্টগ্রাম, ১১ অক্টোবর – পারিবারিকভাবে শুক্রবার (১৪ অক্টোবর) বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয় স্বর্ণ ব্যবসায়ী বিজয় ধরের (২৪)। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ির রুপাল ধরের ছেলে। বিয়ের প্রস্তুতি হিসেবে নিমন্ত্রণ জানাতে আত্মীয়-স্বজনদের বাড়িবাড়ি ছুটছিলেন তিনি। হঠাৎ সড়ক দুর্ঘটনায় থেমে গেছে তার ছোটাছুটি। এক নিকটাত্মীয়কে দাওয়াত দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারান বিজয় ধর। বিয়েবাড়িতে এখন উৎসবের বদলে চলছে মাতম।

রোববার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরহাট পৌর এলাকার নানুপুর-মাইজভান্ডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন নিহত বিজয় ধরের বন্ধু রাজেশ ধর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিজয় ধরের শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে— প্রতিবেশী এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিজয় ধরের। পরে দুই পারিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন ঠিক করা হয় আগামী শুক্রবার।

বিজয় ধরের ছোট ভাই অজয় ধর বলেন, ‘বিজয় দাদার শুক্রবার বিয়ের কথা ছিল। রোববার আমার এক খালার বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিল। ফেরার পথে নাজিরহাট পৌরসভা এলাকায় দুর্ঘটনায় হয়।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি ও গাড়ির চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১১ অক্টোবর ২০২২

Back to top button