ইউক্রেনে রাশিয়ার ‘বর্বর’ হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন, ১১ অক্টোবর – ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর নতুন মাত্রা নিয়েছে রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযান। সোমবার থেকে আবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এমনকি প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের কেন্দ্রস্থল লক্ষ্য করেও হামলা চালিয়েছে মস্কো। রুশ হামলায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে।
এই ঘটনাকে নির্দয় ও বর্বর হিসেবে উল্লেখ করে, অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোয় রাশিয়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই ঘটনায় যথেষ্ট কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার নতুন করে হামলা চালানোর পর ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এসময় সামরিক সাহায্য অব্যাহত রাখার ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
ভারত ও চীনও উত্তেজনা কমানোর জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১১ অক্টোবর ২০২২