ক্রিকেট

বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে বৃষ্টির হানা

সিলেট, ১১ অক্টোবর – জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটিতে হানা দিয়েছে বৃষ্টি। টস হওয়ার কথা ছিল সকাল সাড়ে আটটায়। বৃষ্টির কারণে সময়মতো টস করা যায়নি। অপেক্ষায় আছে দুই দল।

এই ম্যাচটি পরিত্যক্ত হলে স্বপ্ন ভাঙবে বাংলাদেশের। কেননা এখনও টাইগ্রেসরা থাইল্যান্ডের থেকে দুই পয়েন্ট পিছিয়ে। বাংলাদেশ আজ পয়েন্ট ভাগাভাগি করলে সেমিফাইনালে উঠে যাবে থাই মেয়েরা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১১ অক্টোবর ২০২২

Back to top button