দক্ষিণ এশিয়া

গরুকে ভারতের জাতীয় পশু করার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বললেন, এসব কি আদালতের কাজ?

নয়াদিল্লী, ১০ অক্টোবর – ভারতে বাঘের বদলে গরুকে জাতীয় পশু করার দাবিতে দেশটির সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটি আবেদন করা হয়। যেখানে গোবংশ সেবা সদন নামের একটি এনজিও’র পক্ষ থেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি জানানো হয়। সোমবার আলোচিত সেই আবেদনের ভিত্তিতে শুনানি খারিজ করে দিল ভারতের শীর্ষ আদালত।

বিচারপতি এস কে কউল ও বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চে মামলাটি খারিজ করে দেন। মামলা সম্পর্কে জানার পরই দুই বিচারপতি মামলার আবেদনকারীকে প্রশ্ন করেন, এটি কি আদালতের কাজ? আপনি এমন আবেদন কেন করেছেন, যেখানে আমরা আপনার ওপর জরিমানা করতে বাধ্য হব? এখানে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে?

আদালত সূত্রে জানা গেছে, ওই মামলাকারী তার আইনজীবীর মাধ্যমে একটি আবেদনপত্র জমা করেছিলেন। আদালতে জমা দেওয়া সেই আবেদনপত্রে বলা হয়, দেশে গরুর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একথা শোনার পর পাল্টা আদালতের পক্ষ থেকে আইনজীবীকে সতর্ক করা হয় ৷

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১০ অক্টোবর ২০২২

Back to top button