সিরিয়ায় ড্রোন হামলায় সন্দেহভাজন আইএস সদস্য নিহত
দামেস্ক, ১০ অক্টোবর – উত্তর সিরিয়ায় ড্রোন হামলায় সন্দেহভাজন এক আইএস সদস্য নিহত হয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এবং এএফপির প্রতিনিধি এই খবর জানিয়েছে।
সিরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনী এক আইএস কর্মকর্তাকে টার্গেট করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল। তবে সর্বশেষ ড্রোন হামলা কারা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তুরস্ক নিয়ন্ত্রিত সীমান্ত শহরের কাছে দুইটি বিস্ফোরণ হয়।
ব্রিটেনভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএসের এক সদস্যকে টার্গেট করে এই হামলা চালানো হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলে থাকা অবস্থায় নিহত হন।
ইসমাইল আল বারহো নামে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিমানের শব্দ শোনার পর প্রথম আক্রমণ এবং এরপর এক মিনিটেরও কম সময়ে দ্বিতীয় আক্রমণ হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি পোড়া লাশ পড়ে থাকতে দেখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেকজন বাসিন্দা নিহত ব্যক্তিকে সাবেক আইএস সদস্য হিসেবে চিহ্নিত আম্মার আল ইয়াহিয়া বলে শনাক্ত করেন।
সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১০ অক্টোবর ২০২২