জাতীয়

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভোট মঙ্গলবার

ঢাকা, ১০ অক্টোবর – জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী পরিষদের ভোট মঙ্গলবার (১১ অক্টোবর)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চারটি আসনের বিপরীতে বাংলাদেশসহ ছয়টি দেশ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০২৩-২৫ মেয়াদের এই নির্বাচনে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মালদ্বীপ, কিরগিজস্তান ও আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করছে। নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হওয়ার পরে এক ঘণ্টার মধ্যে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভোট গণনার জন্য আরও দুই ঘণ্টা সময় লাগবে।

৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার কাউন্সিলের সদস্যরা গোপন ব্যালটের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন। এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কাউন্সিলের সদস্য ছিল। নিয়ম অনুযায়ী, দুই মেয়াদে সদস্য থাকার পরে অন্তত এক বছর বাদ দিয়ে কোনও দেশ নির্বাচন করতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা খুব ভালো প্রচারণা চালিয়েছি। আশা করি, এই নির্বাচনে জয়লাভ করতে পারবো।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১০ অক্টোবর ২০২২

Back to top button